...মাধবীলতা...(নষ্ট ক্যাঁপাচিটার)

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ১৩ মার্চ, ২০১৫, ০২:১৫:১৪ দুপুর

.......মাধবীলতা...........

তোমার দু-চোখের পলকে হারিয়ে গিয়েছিল মন,

তুমি ছিলে মোর আপনের অতি হৃদয়ের আপন।

তোমার চাহনি করিয়েছে মোর হৃদয়ের অবাক্ত আশা পূরন,

তোমায় পেয়ে পেয়েছি ভালবাসা পেয়েছি সুন্দর জীবন।

যেদিন তোমায় প্রথম দেখিলাম দু নয়ন উজার করে,

সেদিনেই মোর অন্তর মিশে গেছে তোমার হৃদয় তরে।

আমায় দেখে তুমিও বললে ভালবাসি তোমায় সারাটিজিবন ভর,

সেদিনেই আমি তোমার তরে সপে দিয়েছি মোর বিশালকার অন্তর।

ঘুড়তে যাহিয়া দৃশ্য না দেখে দেখেছিনু তোমার আখি,

মুখে বলেছিলুম কোখনও মোরে দিওনা ফাকি।

তুমি বলেছিলা ওভাবে দেখনা আমায় লজ্জা লাগে মোরে,

তোমারি তরে রবো আমি সারাজীবনের তরে।

তোমার আমার ভালবাসা দেখি অটুট বন্ধনে ভরা,

তবুও মনের অমিলনে মাঝে মাঝে দেখা দেয় খড়া।

রাগ করেও অভিমান করে তুমি থাকো করে চুপ,

সেই কারনে নীরবেই কেদে যায় দুজনেরও বুক।

তবুও আমরা মন থেকে পরশ পাথরের ন্যায় ভালবাসি দুজনেই,

এভাবেই যেন চলে যায় আমারদের জীবন সেটা সবাইকে জানাই।

আমি তুমি ওগো আমরা দুজনে তোমার আমার ভালবাসা,

তুমি আমার কেউ নও গো তুমি মাধবীলতা।।

উৎসর্গঃ তোমার জন্য (এ)

#নষ্ট

বিষয়: বিবিধ

১২৯৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308702
১৩ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
১৩ মার্চ ২০১৫ রাত ১১:৪১
249755
shaidur rahman siddik লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
310641
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
গাজী সালাউদ্দিন লিখেছেন : সুন্দর লিখেছেন। বাবানের দুকে খেয়াল রাখবেন কেমন!
২৯ মার্চ ২০১৫ রাত ১০:৩৯
252774
shaidur rahman siddik লিখেছেন : সরি,,,নিচের মন্তব্যটি আপনার জন্য
311705
২৯ মার্চ ২০১৫ রাত ১০:৩৮
shaidur rahman siddik লিখেছেন : আসলে ভাইয়া কেন জানি রিভিউ দিততে একদম নারাজ হয়ে যাই। এখন থেকে খেয়াল করবো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File